মেজর লিগ সকারে ইন্টার মিয়ামির হয়ে উড়ছেন আর্জেন্টাইন কিংবদন্তি লিওনেল মেসি। ৩ ম্যাচে ৫ গোল করেছেন, সতীর্থদের দিয়ে করিয়েছেন আরও ৫ গোল। লিগে অক্টোবর মাসের সেরার খেতাবও তার দখলে। মেজর লিগ সকারে মেসির যাত্রা বেশ ভালোই ছুটছে। ২০২৫ মৌসুমে তিন মাসে সেরার পুরস্কার পেয়েছেন। উত্তর আমেরিকায় আসার পর যা তার পঞ্চমবারের মতো অর্জন। মেজর লিগে এ মৌসুমে গোল্ডেন বুটও মেসির। ১৯ অক্টোবর ন্যাশভিল এফসির বিপক্ষে হ্যাটট্রিক ও এক অ্যাসিস্ট করেছেন, সেদিনই গোল্ডেন বুট নিশ্চিত হয়। মেসি এপর্যন্ত মৌসুমে ৪৮ গোলে অবদান রেখেছেন। যা লিগটির ইতিহাসে সর্বোচ্চ। ২৯ গোলের সঙ্গে ১৯ অ্যাসিস্ট তার। প্রতিনিয়ত মেজর লিগের ইতিহাসে নতুন করে নাম লিখে...