বার্সেলোনার মঙ্গলবার রাতটা হয়ে গেল এক তরুণের নামের আলোয়। ২২ বছর বয়সী ফারমিন লোপেজ যেন নিজেই লিখলেন ক্যাম্প ন্যুর গল্প। তিনি একাই করলেন তিন গোল। সঙ্গে মার্কাস র্যাশফোর্ডের জোড়া গোল। তাদের দুর্দান্ত পারফরম্যান্সে চ্যাম্পিয়নস লিগে গ্রিক ক্লাব অলিম্পিয়াকোসকে বিধ্বস্ত করে ৬-১ গোলের বিশাল জয় তুলে নিয়েছে কাতালানরা। তবে ম্যাচে নাটকও ছিল কম নয়। দ্বিতীয়ার্ধের শুরুতে এক বিতর্কিত লাল কার্ড নিয়েই ক্ষোভে ফেটে পড়ে অলিম্পিয়াকোস। খেলার মাত্র সপ্তম মিনিটেই গোলের দেখা পায় বার্সা। লামিন ইয়ামালের শট গোলরক্ষক ফিরিয়ে দিলেও ফিরতি বল ধরে বজ্রগতিতে জালে পাঠান ফারমিন। সেখান থেকেই শুরু তার গোল উৎসব। ৩৯তম মিনিটে দুর্দান্ত এক পাল্টা আক্রমণ থেকে দ্বিতীয় গোলটি করেন এই তরুণ মিডফিল্ডার। পেদ্রির নিখুঁত পাস থেকে ১৭ বছরের ড্রো ফের্নান্দেজ ফারমিনকে দারুণভাবে বল বাড়ান। আর ফারমিন ঠান্ডা মাথায়...