বিশ্ব ক্রিকেটের দুই কিংবদন্তি শচীন টেন্ডুলকার ও ব্রায়ান লারাকে দেখা গেল এক মঞ্চে। ভারতের গণমাধ্যম এনডিটিভির এক বিশেষ আয়োজনে মুখোমুখি হয়ে তারা স্মৃতিচারণ করলেন নিজেদের ফেলে আসা সময়ের। আলোচনায় উঠে আসে তাদের খেলোয়াড়ি জীবনের নানা স্মৃতি— প্রথম দেখা, মাঠের প্রতিদ্বন্দ্বিতা, একে অপরের প্রতি শ্রদ্ধা এবং তরুণদের জন্য পরামর্শ। ওয়েস্ট ইন্ডিজের ব্যাটিং গ্রেট লারা বলেন, ‘শচীনের শৃঙ্খলা আর ধারাবাহিকতা আমাদের প্রজন্মের ক্রিকেটারদের জন্য অনুপ্রেরণা। মাঠে আমরা প্রতিদ্বন্দ্বী ছিলাম, কিন্তু মাঠের বাইরে আমাদের মাঝে সত্যিকারের বন্ধুত্ব ছিল। শচীন, মুরালিধরন এবং প্রয়াত ওয়ার্নের যুগে বেড়ে ওঠা ক্রিকেটার আমরা। সম্ভবত ক্রিকেট ইতিহাসের সেরা দুই দশক ছিল সেটি। ম্যাকগ্রা, অ্যামব্রোস, ওয়াসিম আকরাম ছাড়া সেই যুগ সম্পূর্ণ হয় না।’ এ সময় টেন্ডুলকার মজা করে বলেন, ‘তোমার নিজের নামটা কিন্তু ভুলে যেও না!’ তিনি আরও বলেন, ‘লারার...