জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলম এক সংবাদ সম্মেলনে বলেন, আগামী সংসদ নির্বাচনে কারা সংসদে যাবে, তার নির্ধারকের ভূমিকায় থাকবে এনসিপি। তিনি বলেন, “আমাদেরকে হয় শাপলা দিতে হবে, না হয় কেন শাপলা দেওয়া হবে না, তার আইনগত ব্যাখ্যা নির্বাচন কমিশনকে দিতে হবে।” সারজিস আলমের দাবি, এনসিপির প্রতীক ‘শাপলা’ নিয়ে নির্বাচন কমিশনের কোনো ধরনের স্বেচ্ছাচারিতা গ্রহণযোগ্য নয়। আইনগতভাবে এনসিপির প্রতীক ব্যবহারে কোনো বাধা না থাকলেও কমিশন যদি ইচ্ছাকৃতভাবে বাধা দেয়, তবে তা প্রতিষ্ঠানটির গ্রহণযোগ্যতাকেই প্রশ্নবিদ্ধ করবে। এ বিষয়ে প্রয়োজনে তারা আইনি লড়াইয়ের পাশাপাশি রাজপথেও আন্দোলন গড়ে তুলবে বলে ঘোষণা দেন তিনি। তিনি আরও বলেন, এনসিপি বিশ্বাস করে, জনগণের আকাঙ্ক্ষা পূরণই হচ্ছে রাজনীতির মূল লক্ষ্য। জুলাই সনদের মাধ্যমে জনগণের যে প্রত্যাশাগুলো বাস্তবায়নের কথা ছিল, তার আইনি ভিত্তি ও সুনির্দিষ্ট...