
আয়ারল্যান্ডের রাজধানী ডাবলিনে আবারও সহিংস অভিবাসীবিরোধী বিক্ষোভ ছড়িয়ে পড়েছে। বিক্ষোভের সূত্রপাত ঘটে সিটিওয়েস্ট হোটেল প্রাঙ্গণে ১০ বছর বয়সী এক মেয়েশিশুর ওপর যৌন নিপীড়নের অভিযোগকে কেন্দ্র করে। ওই হোটেলেই আশ্রয়প্রার্থীদের জন্য অস্থায়ী আবাসনের ব্যবস্থা করা হয়েছে। আল জাজিরা জানিয়েছে, মঙ্গলবার (২১ অক্টোবর) দক্ষিণ-পশ্চিম ডাবলিনের সিটিওয়েস্ট হোটেলের বাইরে বিক্ষভ শুরু হয়া, যা দ্রুত সহিংসতায় রূপ নেয়। বিক্ষোভকারীরা ‘আইরিশ লাইভস ম্যাটার’ লেখা ব্যানার হাতে শ্লোগান দিতে থাকে—“গেট দেম আউট!”। পুলিশের সঙ্গে সংঘর্ষে একটি পুলিশ ভ্যানেও আগুন ধরিয়ে দেওয়া হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ লাঠিচার্জ ও পিপার স্প্রে ব্যবহার করে। অভিযুক্ত ব্যক্তির বিরুদ্ধে যৌন নিপীড়নের অভিযোগ গঠন করা হয়েছে। ঘটনাস্থলে মেয়েটি রাষ্ট্রীয় তত্ত্বাবধানে ছিল এবং রাজধানীর কেন্দ্র থেকে ঘুরতে গিয়ে নিখোঁজ হওয়ার পর এই ঘটনার শিকার হয় বলে। অভিযুক্ত ২৬ বছর বয়সী...