৬ বলে প্রয়োজন ১১ রান। হিসেব একেবারেই সোজা। সেই লক্ষ্য তাড়া করতে নেমে যদি দুইটি ওয়াইড ও একটি নো বল পাওয়া যায় তাহলে ব্যাটসম্যানদের আর কী চাই? অথচ সমীকরণ এতো সহজ হওয়ার পরও ওয়েস্ট ইন্ডিজের সুপার ওভারে দেওয়া লক্ষ্য বাংলাদেশ তাড়া করতে পারেনি। ১ রানের আক্ষেপে বাংলাদেশ প্রথমবারের মতো সুপার ওভার খেলে পরাজয়ের তীব্র যন্ত্রণায় ভুগছে। মিরপুর শের-ই-বাংলায় বাংলাদেশ ও ওয়েস্ট ইন্ডিজ যে উইকেটে খেলেছে তা বড় শট খেলার জন্য আদর্শ ছিল না মোটেও। কিন্তু সুপার ওভারের এতো সহজ সমীকরণও মিলবে না? সেই প্রশ্ন ঘুরপাক খাচ্ছে চারিদিকে। ফ্রি হিট কাজে লাগাতে পারেননি সৌম্য। আকিলের বলে আউট হওয়ার আগে ৩ বলে ৩ রান করেন। দলের পরাজয়ের জন্য সৌম্য নিজের ব্যর্থতাকেই দায়ী করছেন, ‘‘হ্যাঁ! এটা বলতে পারেন আমি ব্যর্থ। বাঁহাতি স্পিনার ছিল।...