ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দ্বিতীয় ওয়ানডেতেও বাংলাদেশের জয়ের নায়কটা বনে যেতে পারতেন রিশাদ হোসেন। সবার মন্থর ব্যাটিংয়ের মাঝেও ১৪ বলে ৩৯ রান করেন তিনি। স্ট্রাইক রেটের হিসেবে যেটি বাংলাদেশের ব্যাটারদের মধ্যে রেকর্ড। অথচ রুদ্ধশ্বাস ম্যাচটি সুপার ওভারে গড়ালে তাকে ব্যাটিংয়ের জন্য বিবেচনায় করেনি বাংলাদেশ। সুপার ওভারে বল করা ওয়েস্ট ইন্ডিজের স্পিনার আকিল হোসাইন যেটি দেখে বেশ অবাকই হয়েছেন। সুপার ওভারে ১১ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে ৯ বলেও সে লক্ষ্যে পৌঁছাতে পারেন বাংলাদেশ। বাংলাদেশের দুই ওপেনার সৌম্য সরকার ও সাইফ হাসেনর পর নামানো হয় নাজমুল হোসন শান্তকে। যার ব্যর্থ হয়ে ফিরেছে। রিশাদকে ব্যাটিংয়ে না পাঠোনোতে শুধু আকিল নয় পুরো ওয়েস্ট ইন্ডিজ দলই অবাক হয়েছে। এত অবশ্য তাদের দলেরই লাভ হয়েছে বলে স্বীকার করেই নিয়েছেন স্পিনার আকিল। সুপার ওভারে অবশ্য ম্যাচ জয়ের...