চোটে জর্জরিত বার্সেলোনার দলে অলিম্পিয়াকোসের বিপক্ষে নায়ক হয়ে উঠলেন ফেরমিন লোপেজ। চ্যাম্পিয়নস লিগের তৃতীয় ম্যাচডেতে তিনি করলেন দুর্দান্ত এক হ্যাটট্রিক, ছাপিয়ে গেলেন লামিন ইয়ামালকেও। এই হ্যাটট্রিক বার্সেলোনার ইতিহাসে লিখে দিয়েছে নতুন অধ্যায়। চ্যাম্পিয়ন্স লিগের ৬৯ বছরের ইতিহাসে এই প্রথম কোনো ম্যাচে বার্সেলোনার হয়ে হ্যাটট্রিক পেলেন কোনো স্প্যানিশ ফুটবলার। রাফিনিয়া আর রবার্ট লেভানদোভস্কি ইনজুরিতে বাইরে থাকায় কোচ হানসি ফ্লিক আস্থা রেখেছিলেন লোপেজ ও ১৭ বছর বয়সী দ্রো ফের্নান্দেজের ওপর। লামিন ইয়ামাল ও মার্কাস র্যাশফোর্ডের সঙ্গে তারা নামেন আক্রমণভাগে। ঝুঁকি নিয়ে নেওয়া সেই সিদ্ধান্ত দারুণ ফল দেয়। লোপেজের হ্যাটট্রিকেই অলিম্পিক স্টেডিয়ামে অলিম্পিয়াকোসকে ৬–১ ব্যবধানে উড়িয়ে দেয় বার্সেলোনা। এই হ্যাটট্রিকের মধ্য দিয়ে লোপেজ ইতিহাস গড়েছেন। চ্যাম্পিয়নস লিগে বার্সেলোনার জার্সিতে প্রথম কোনো স্প্যানিশ খেলোয়াড় হিসেবে হ্যাটট্রিক করলেন তিনি। এর আগে লুইস এনরিকে একবার ইউরোপীয়...