ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে চলমান ওয়ানডে সিরিজে ব্যাট হাতে আলো ছড়িয়েছেন রিশাদ হোসেন। দলের মূল ব্যাটারদের যেখানে রান করতে বেগ পেতে হয়েছে সেখানে রিশাদ শেষের দিকে নেমে ব্যাটিং করেছেন দুর্দান্ত। দ্বিতীয় ওয়ানডেতেও ১৪ বলে ৩৯ রানের ঝোড়ো ইনিংস খেলেন তিনি। সুপার ওভারে এক উইকেট হারানোর পরও রিশাদকে ব্যাটিংয়ে না দেখে হতাশ সমর্থকরা। কেন এই তরুণ ক্রিকেটারকে সুপার ওভারে নামানো হয়নি, সেই প্রশ্নের উত্তর দিয়েছেন ম্যাচ-পরবর্তী সংবাদ সম্মেলনে হাজির হওয়া সৌম্য সরকার।সুপার ওভারে ওয়েস্ট ইন্ডিজের দেয়া ১১ রানের লক্ষ্য তাড়া করতে পারেনি বাংলাদেশ। ম্যাচ হেরেছে ১ রানে। ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে সৌম্য সরকার জানিয়েছেন, সুপার ওভারে কারা ব্যাটিংয়ে নামবে সেই সিদ্ধান্ত নিয়েছেন কোচ ও অধিনায়ক। এ ব্যাপারে তারাই ভালো বলতে পারবেন বলেও মন্তব্য করেন তিনি।সৌম্য বলেন, ‘ওটা কোচ আর অধিনায়কের পরিকল্পনা ছিল।...