ইনিংসের ৪৫তম ওভার শেষে অধিনায়ক মিরাজ বড় একটা ভুল করে বসেন। পেসার মোস্তাফিজুর রহমানের ৪ ওভার বাকি থাকা স্বত্বেও নিজে বল করতে আসেন। ফলে শেষ ৪ ওভারে মধ্যে মোস্তাফিজকে কেবল ২ ওভার দেওয়াই সম্ভব হয়েছিল। হিসেবের গড়মিল হলেও ২১৪ রানের লক্ষ্য দেওয়া বাংলাদেশের শেষ ওভার করেন সাইফ হাসান। যেখানে মাত্র ৫ রানের প্রয়োজন ছিল। শেষ ওভারে সাইফকে বল দেওয়ার কারণ জানিয়ে মিরাজ বলেন, ‘আমাদের হাতে অপশন ছিল না। বিশ্বাস ছিল সাইফ শেষ ওভারে কিছু করতে পারবে, উইকেট টার্নিং ছিল, লো ছিল। অনেক সুযোগ পেয়েছি আমরা, কাজে লাগাতে পারিনি। ক্যাচটা ধরলে গ্রেট ক্যাচ হতো, ম্যাচ জিতে যেতাম। সুপার ওভারে ১১ রান লাগত, একটা বাউন্ডারি হলেই জিতে যেতাম।’ ওয়ানডে ক্রিকেটে এই প্রথমবার সুপার ওভারের কোনো ম্যাচে বাংলাদেশ অংশ নিয়েছে। এর আগে কখনো...