
ইউরোপে পড়াশোনা ও গবেষণার জন্য ২০২৫-২৬ শিক্ষাবর্ষে আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য শুরু হয়েছে নানা ধরনের স্কলারশিপ ও ফেলোশিপের আবেদনপ্রক্রিয়া। এসব প্রোগ্রাম বেশির ভাগই সম্পূর্ণভাবে অর্থায়িত (Fully Funded) বা আংশিক অর্থায়িত এবং শিক্ষার্থীদের জন্য ভ্রমণ, আবাসন, ভাতা ও গবেষণার সুযোগ দিয়ে থাকে। নিচে ইউরোপের জনপ্রিয় ১০টি প্রোগ্রামের সংক্ষিপ্ত তথ্য তুলে ধরা হলো— ১. নেদারল্যান্ডস ইনস্টিউট ফর অ্যাডভান্স স্টাডি সেফ হ্যাভেন ফেলোশিপ (২০২৬)ধরন: ফেলোশিপসুবিধা: প্রতি মাসে ৩,৫০০ ইউরো স্টাইপেন্ড, ভ্রমণ খরচ, আবাসনের ভর্তুকি, লাইব্রেরি সুবিধা ও গবেষণা সহায়তা।ডেডলাইন: ৩১ ডিসেম্বর ২০২৫২. ইন্টারপোল ইন্টার্নশিপ ২০২৬ (ফ্রান্স)ধরন: পেইড ইন্টার্নশিপসুবিধা: মাসে ৭০০ ইউরো ভাতা, হাউজিং ও ট্রান্সপোর্ট ভর্তুকি, আন্তর্জাতিক সংস্থায় কাজের অভিজ্ঞতা।৩. সার্ন রিচার্স ফেলোশিপ ২০২৬ (সুইজারল্যান্ড)ধরন: ফেলোশিপসুবিধা: মাসিক ৬,৯১১–৭,৩২৬ সুইস ফ্রাঁ ভাতা, স্বাস্থ্যবিমা, পেনশন ফান্ড, ভ্রমণ ভাতা।ডেডলাইন: ৩ নভেম্বর ২০২৫৪. এইডিসি ইন্টার্নশিপ ২০২৬ (ফ্রান্স)ধরন: পেইড...