বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) শিক্ষার্থী শ্রীশান্ত রায়কে ধর্ষণ, বোরকা, হিজাব ও নারী বিদ্বেষমূলক মন্তব্যের অভিযোগে সাময়িকভাবে বহিষ্কার করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। অভিযোগ অনুযায়ী, তিনি এক মুসলিম ছাত্রীকে ধর্ষণ করেন এবং পরবর্তীতে সামাজিক যোগাযোগমাধ্যম রেডিটে ‘WeeklyService923’ নামে একটি অ্যাকাউন্ট থেকে বিষয়টি নিয়ে গর্বের সঙ্গে লিখেন। তবে তখন তার আসল পরিচয় কেউ জানত না কারণ রেডিটে তিনি নিজের নাম প্রকাশ করেননি। তবে তার ব্যবহৃত ছদ্মনাম ও কিছু অনলাইন কার্যক্রম থেকে সূত্র খুঁজে পান বুয়েটের শিক্ষার্থীরা। ধাপে ধাপে বিশ্লেষণ করে শেষ পর্যন্ত তারা নিশ্চিত হন, ওই আইডির পেছনের ব্যক্তি আর কেউ নন, বুয়েটের ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং (ইইই) বিভাগের ২১ ব্যাচের শিক্ষার্থী শ্রীশান্ত রায়। ব্যাচ পরিচয়: রেডিটের কয়েকটি পোস্টে ‘WeeklyService923’ নিজেকে “BUET EEE-21” ব্যাচের শিক্ষার্থী হিসেবে উল্লেখ করে। এ তথ্য থেকেই অনুসন্ধান শুরু করেন...