আইসিসি নারী ক্রিকেট বিশ্বকাপের সেমিফাইনালে ইতিমধ্যেই জায়গা করে নিয়েছে তিন দল – অস্ট্রেলিয়া, ইংল্যান্ড ও দক্ষিণ আফ্রিকা। বাকি একটি জায়গা নিয়ে এখন লড়াই চলছে ভারত, নিউজিল্যান্ড ও শ্রীলঙ্কার মধ্যে। আগামী বৃহস্পতিবার ভারত-নিউজিল্যান্ড ম্যাচটি হতে যাচ্ছে এই তিন দলের ভাগ্য নির্ধারণে সবচেয়ে গুরুত্বপূর্ণ। দেখার বিষয়, শেষ পর্বে কোন দলের সামনে কী কী সম্ভাবনা আছে- ভারতের সামনে সহজ হিসাব। বাকি দুই ম্যাচে (নিউজিল্যান্ড ও বাংলাদেশ) দুটোই জিততে পারলে তারা সরাসরি সেমিফাইনালে উঠবে। তবে বৃহস্পতিবার যদি ভারত নিউজিল্যান্ডকে হারায়, তাহলে শেষ ম্যাচে বাংলাদেশর কাছে হেরেও তাদের সেমিফাইনালে যাওয়ার সম্ভাবনা থাকবে। কারণ, নিউজিল্যান্ডকে হারালে ভারতের মোট ছয় পয়েন্ট হবে, যা অন্য কোনো দল পেতে পারবে না তিন জয়ে। ফলে সরাসরি টাইব্রেকে সুবিধা পাবে ভারত। তবে যদি ভারত নিউজিল্যান্ডের কাছে হেরে যায় কিন্তু বাংলাদেশকে হারায়,...