বাংলাদেশের ওষুধ শিল্প একটি অধিক উন্নত এবং প্রযুক্তিনির্ভর বর্ধনশীল খাত। দেশের ওষুধ শিল্পপ্রতিষ্ঠানগুলো অভ্যন্তরীণ চাহিদার শতকরা ৯৮ ভাগ মিটিয়ে বিশ্বের ১৫৭টির মতো দেশে রপ্তানি করে বৈদেশিক মুদ্রা অর্জন করে আসছে, যা দেশের অর্থনৈতিক সক্ষমতায় ভূমিকা রাখছে। একই সঙ্গে জ্ঞান-গবেষণা ও প্রযুক্তিনির্ভর এ খাতের বিকাশ দেশের অর্থনৈতিক উন্নয়নে বিশাল ভূমিকা পালন করে আসছে। এ অঞ্চলে ওষুধ শিল্পের যাত্রা শুরু হয় প্রায় ৭৫ বছর আগে ব্রিটিশ-ভারত শাসন আমলে। ষাটের দশকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ফার্মেসি বিভাগ চালু হওয়ার পর ঢাকা ও চট্টগ্রামে কিছু বহুজাতিক ওষুধ কোম্পানি তাদের কাজ শুরু করে। সেখান থেকেই দেশের ওষুধ শিল্পের বড় ধরনের যাত্রা শুরু হয়। এরপর দেশের কিছু উদ্যোক্তা সত্তরের দশকে এসে এই শিল্পে মনোযোগ দেন।১৯৮২ সালে ওষুধ নীতিমালা প্রণীত হওয়ার পর ওষুধ শিল্প খাতে এক ধরনের প্রাণচাঞ্চল্য তৈরি...