এর আগে শিক্ষা ব্যবস্থার পুনর্গঠন, রাজনৈতিক ব্যক্তি, পরিসর ও সংস্কৃতি নির্মাণ, শিক্ষার্থী কল্যাণ, ছাত্র-নাগরিক রাজনীতি নির্মাণকে এবং রাষ্ট্র-রাজনৈতিক ব্যবস্থা পুনর্গঠনের অঙ্গীকার নিয়ে ২০২৩ সালের ৪ অক্টোবর আত্মপ্রকাশ করেছিল ‘গণতান্ত্রিক ছাত্রশক্তি’। ছাত্র-জনতার যে অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতন হলো, সেই আন্দোলনে সামনের সারিতে ছিলেন গণতান্ত্রিক ছাত্রশক্তির নেতারা। তবে প্রতিষ্ঠার এক বছর না পেরোতেই অভ্যুত্থানের পর ১৩ সেপ্টেম্বর ডাকসুর সাবেক সমাজসেবা সম্পাদক ও এনসিপির বর্তমান সদস্য সচিব আখতার হোসেন এবং অন্তর্বর্তী সরকারের সাবেক তথ্য উপদেষ্টা ও এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলামের নেতৃত্বাধীন গণতান্ত্রিক ছাত্রশক্তির সব কমিটি ও কার্যক্রম স্থগিত ঘোষণা করা হয়। পরে এই সংগঠনের কয়েকজন নেতাকে সামনে রেখেই গঠন করা হয় বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্রসংসদ (বাগছাস) নামে স্বতন্ত্র ছাত্র সংগঠন। তবে এতে প্রত্যাশিত সাফল্য না পাওয়ায় ফের ছাত্রশক্তিতেই ফিরছে তারা।এরই মধ্যে এনসিপির অঙ্গসংগঠন...