সামাজিক এবং অর্থনৈতিকভাবে উৎপাদনক্ষম ব্যক্তিই স্বাস্থ্যবান ব্যক্তি। শুধু রোগের অনুপস্থিতিই নয়, স্বাস্থ্য হলো শারীরিক, মানসিক ও সামাজিকভাবে ভালো থাকা, যেখানে একজন নাগরিক রাষ্ট্রস্বীকৃত মৌলিক মানব অধিকারসহ পূর্ণ মানবিক মূল্যবোধ নিয়ে বাঁচতে পারবেন এবং রাষ্ট্রের ক্রিয়া অথবা নিষ্ক্রিয়তার কারণে কোনো অভাব বা ভয় অনুভব করবেন না। রাষ্ট্রের জনগণ লোকভয়, রাজভয়, অপমৃত্যুভয়ে থাকবেন না এবং অন্ন, বস্ত্র, শিক্ষা, চিকিৎসা, বাসস্থান, কর্মক্ষেত্রের নিরাপত্তা, বিশ্রাম ইত্যাদির অভাব বোধ করবেন না। চূড়ান্ত বিচারে স্বাস্থ্য, জনস্বাস্থ্য হলো মানবাধিকার এবং একটি দেশ বা সমাজের উন্নয়নের হাতিয়ার। ১৮৪৮ সালে আধুনিক নিদানশাস্ত্রের জনক রুডলফ ভারকো (১৮২১-১৯০২) বার্লিন কর্তৃপক্ষ দ্বারা সাইলেসিয়াতে টাইফাস মহামারির প্রতিবেদনে, প্রদেশে গণতন্ত্রের অভাব, সামন্ততন্ত্র এবং অনৈতিক ট্যাক্স পলিসির জন্য জনগণের অতিদরিদ্র বসবাস স্থান বা বসবাস প্রণালি, অপর্যপ্ত খাবার এবং অস্বাস্থ্যকর হাইজিনকে টাইফাস মহামারির জন্য দায়ী বলে...