ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দ্বিতীয় ম্যাচে সহজ জয়টা হাতছাড়া করেছে বাংলাদেশ। রুদ্ধশ্বাস ম্যাচেটি সুপার ওভারে গড়ালে বাংলাদেশের ব্যাটাররা সেখানে চরম ব্যর্থতার পরিচয় দিয়েছে। বাংলাদেশ এই ম্যাচে হারে ১ রানে হেরেছে। যেখানে ৯ বলের সুপার ওভার থেকে ১১ রান নিতে পারেনি তারা। ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে এসে ব্যর্থতার দায়টা স্বীকার করে নিয়েছেন বাংলাদেশের ওপেনার সৌম্য সরকার। সুপার ওভারে ওয়েস্ট ইন্ডিজেকে ১০ রানে আটকে দিয়েছিলেন মুস্তাফিজুর রহমান। ১১ রানের লক্ষ্যে ব্যাট করতে নামা বাংলাদেশের সামনে বোলিয়ে আসন স্পিনার আকিল হোসাইন। প্রথম বলই ওয়াইড, পরেরটা ‘নো’ বল। সেই বলে ডিপ মিড উইকেটে স্লগ করে ২ রান নিলেও ফ্রি হিটে ১ রানের বেশি নিতে পারেননি সৌম্য। এরপর আকিলের চতুর্থ বলে ক্যাচ দিয়ে পিরে আসেন ৩ বলে মাত্র ৩ রান করে। সুপার ওভারে ওয়েস্ট ইন্ডিজের হয়ে...