দেশের মাদরাসাগুলোতে বাড়ছে শিক্ষার্থী সংখ্যা। মাদরাসাপড়ুয়ারা অনেক ক্ষেত্রে দারুণ সফলতাও দেখাচ্ছেন। বিশেষ করে বিশ্ববিদ্যালয়ে ভর্তিতে তাদের সাফল্য উল্লেখযোগ্য। মাদরাসা শিক্ষা-সংশ্লিষ্টরা বলছেন, আগের চেয়ে মাদরাসা শিক্ষা অনেকটা এগিয়েছে। এমনকি অনেক ক্ষেত্রে সাধারণ শিক্ষাকেও ছাড়িয়ে গেছে। মাদরাসা শিক্ষার নানান দিক নিয়ে জাগো নিউজের সঙ্গে কথা বলেছেন বাংলাদেশ মাদরাসা শিক্ষা বোর্ডের চেয়ারম্যানঅধ্যাপক মিঞা মো. নূরুল হক। সাক্ষাৎকার নিয়েছেন জাগো নিউজের নিজস্ব প্রতিবেদকআল-আমিন হাসান আদিব। জাগো নিউজ: একসময় সাধারণ শিক্ষা ও মাদরাসার মধ্যে বিস্তর তফাৎ ছিল। এখনো মাদরাসার শিক্ষার্থীদের কিছুটা অবজ্ঞা করা হয়। কিন্তু আপনি সম্প্রতি একটি সেমিনারে বলেছেন যে, সাধারণ শিক্ষার চেয়ে এখন মাদরাসা শিক্ষা ভালো। তাহলে কি মাদরাসা শিক্ষা অনেক এগিয়েছে? অধ্যাপক মিঞা মো. নূরুল হক:যে যাই বলুক, মানুষ কোয়ালিটিপূর্ণ (মানসম্মত) শিক্ষা চায়। একসময় হয়তো মাদরাসায় সেটা অনুপস্থিত ছিল বা পরিকল্পিতভাবে সেই...