জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) জ্যেষ্ঠ যুগ্ম মুখ্য সমন্বয়ক আবদুল হান্নান মাসউদ এক টকশোতে বলেছেন, যদি কোনো অনিষ্টচেষ্টায় দলের কোনো পদধারী নেতা জড়িত থাকে বা স্থানীয় পর্যায়ে নেতারা অপরাধ করে এবং দলের পক্ষ থেকে যথাযথ ব্যবস্থা না নেওয়া হয়, তাহলে দলের প্রধান তারেক রহমানকেও এ বিষয়ে প্রশ্ন করার প্রয়োজন बने। তিনি বলেন, “তারা যদি থানায় গিয়ে এসআই-ওসি-কে লাঞ্ছিত করে আসামি চিনিয়ে আনে এবং দলের বিরুদ্ধে একশন নেই, তাহলে তো তারেক রহমানকে কোশ্চেন করতে হবে।” মাসউদ টকশোতে বলেন, তিনি কাউকে বুদ্ধিমত্তার কারণ দেখিয়ে এককভাবে সবকিছুকে তারেক রহমানের নির্দেশ হিসেবে উপস্থাপন করার প্রবণতাকে সমালোচনায় তুলেছেন। তাঁর বক্তব্য, “লোকাল স্তরে কেউ যখন কোনো কাজ করে, তখন সাধারণ মানুষ সহজেই মনে করে—‘তারেক রহমান আমাকে পাঠিয়েছেন’। এমন একক কেন্দ্রিক ধারনাই নেতাদের প্রতিটি কাজকে তারেক রহমানের নির্দেশ...