২০২৫ সালের বিশ্ব হার্ট দিবসের স্লোগান ‘Don’t miss a beat’ মানে ‘প্রতিটি হৃৎস্পন্দনের গুরুত্ব দিন’। বাংলাদেশে হৃদরোগের ভয়াবহতা থেকে বাঁচতে হলে হৃদরোগের প্রতিটি বিভাগের চিকিৎসা উন্নয়নকল্পে সরকারি ও বেসরকারি হাসপাতালের সম্মিলিত উদ্যোগ প্রয়োজন। চিকিৎসক, নার্স, টেকনিশিয়ানসহ সব সহযোগী শক্তিদের সংখ্যা বৃদ্ধিসহ তাদের পেশাগত জ্ঞান আন্তর্জাতিকমানের করার ব্যবস্থা নিতে হবে। হৃদরোগ চিকিৎসা যন্ত্রপাতি ও ডিভাইসগুলোকে জীবনরক্ষাকারী হিসেবে দেখিয়ে ট্যাক্স ফ্রি করতে হবে। এসব যন্ত্রপাতি বাংলাদেশে আমদানি ক্ষেত্রেও জটিলতা কমাতে হবে। প্রয়োজনে দেশে প্রস্তুত করার জন্য প্রয়োজনীয় অবকাঠামো উন্নয়ন করা...