নকল-ভেজাল, নিম্নমানের ওষুধ ও চিকিৎসাসামগ্রীর উৎপাদন এবং বাজারজাতকারীরা দেশ ও জাতির শত্রু। মানুষের জীবন বিপন্ন করে স্বাস্থ্য খাতের মাফিয়া-ডনরা দুর্নীতি-অনিয়মের মাধ্যমে হাজার হাজার কোটি টাকার মালিক হয়েছেন। ২০২৩ সালে প্রণীত ওষুধ ও কসমেটিকস আইনে নকল-ভেজাল ওষুধ ও চিকিৎসাসামগ্রী উৎপাদন এবং বাজারজাতকারীদের বিরুদ্ধে যাবজ্জীবন কারাদণ্ড অথবা ১৪ বছরের সশ্রম কারাদণ্ড অথবা অনধিক ১০ লাখ টাকা অথবা উভয়দণ্ডের বিধান রয়েছে। এরই মধ্যে দুই বছর অতিক্রান্ত হলেও ওই আইনে দৃষ্টান্তমূলক শাস্তি প্রদানের নজির পরিলক্ষিত হয়নি।স্বাস্থ্য খাতে বিদ্যমান অনিয়ম-দুর্নীতিগুলো দূর করতে আইনের কঠিন-কঠোর প্রয়োগ করে স্বাস্থ্য সংস্কার কমিশনের সুপারিশ বাস্তবায়নের মাধ্যমে জনগণের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা প্রাপ্তি নিশ্চিত করা গেলে বাংলাদেশেও একদিন বিশ্বমানের স্বাস্থ্যব্যবস্থা গড়ে উঠবে বলে সচেতনমহল আশাবাদ ব্যক্ত করে।ড. এম এন আলমসাবেক উপপরিচালক ও আইন কর্মকর্তা, ঔষধ প্রশাসন অধিদপ্তর স্বাস্থ্য খাতে বিদ্যমান অনিয়ম-দুর্নীতিগুলো দূর...