মিরপুরের কালো মাটির উইকেট নিয়ে হাস্যরস তো আছেই, এবার সেটার সঙ্গে যুক্ত হলো চমকও। টিভিতে প্রথমবার মিরপুরের উইকেট দেখে সেটাকে কালো স্ক্রিন ভেবে ভুল করেছিলেন ওয়েস্ট ইন্ডিজ স্পিনার আকিল হোসেন! আবার একই মাঠে মঙ্গলবার রাতে রোমাঞ্চকর দ্বিতীয় ওয়ানডেতে জয়ের নায়ক হয়েও তিনি অবাক হয়েছেন বাংলাদেশের রিশাদ হোসেনকে সুপার ওভারে না দেখে। “যখন টিভি অন করলাম, প্রথমেই মনে হলো আমার টিভিতেই বুঝি সমস্যা! পর্দা একদম কালো, মনে হচ্ছিল রঙ চলে গেছে। পরে বুঝলাম, আসলে পিচটাই এমন কালো!” এই কালো পিচেই মঙ্গলবার ওয়েস্ট ইন্ডিজকে জিতিয়ে দেন বাঁহাতি এই স্পিনার। শারজাহ থেকে তড়িঘড়ি ঢাকায় উড়ে এসে ক্লান্ত শরীর নিয়েই ম্যাচে খেলেন তিনি। তবুও দলকে জয় এনে দেন, যা তার কাছে পেশাদার দায়িত্বেরই অংশ। “রাত চারটায় হোটেলে পৌঁছেছি। কিন্তু কাজের অংশ হিসেবে শতভাগ দিতে...