২২ অক্টোবর ২০২৫, ০৭:৩৪ এএম | আপডেট: ২২ অক্টোবর ২০২৫, ০৭:৩৪ এএম গোল করেই চলেছেন আর্লিং হল্যান্ড।প্রিমিয়ার লীগের পর চ্যাম্পিয়নস লীগেও গোলক্ষুধা কমেনি এই নরওয়েজিয়ান তারকা।চ্যাম্পিয়ন্স লিগের তার হাত ধরে সিটি পেয়েছে আরও একটি অনায়াস জয়। চ্যাম্পিয়ন্স লিগে মঙ্গলবার রাতে ভিয়ারিয়ালকে ২-০ গোলে হারিয়েছে পেপ গার্দিওলার দল। তাদের আরেক গোলদাতা বের্নার্দো সিলভা। ইউরোপ সেরা প্রতিযোগিতায় এক ম্যাচ পর আবার জয়ের দেখা পেল সিটি। গত রাউন্ডে মোনাকোর বিপক্ষে ২-২ করেছিল সাবেক চ্যাম্পিয়নরা। প্রথম তিন মিনিটের মধ্যে আবার সুযোগ আসে হল্যান্ডের সামনে। এবার হেড লক্ষ্যে রাখতে পারেননি সিটির জার্সিতে আগের আট ম্যাচে জালের দেখা পাওয়া নরওয়ের তারকা। সপ্তদশ মিনিটে আর ভুল করেননি হল্যান্ড। ডান দিক থেকে রিকো লুইসের পাস ছয় গজ বক্সের বাইরে পেয়ে প্রথম ছোঁয়ার শটে গোলরক্ষককে পরাস্ত করেন তিনি। এর...