
গাজা উপত্যকায় যুদ্ধবিরতির নাজুক পরিস্থিতির মধ্যেই নতুন করে আতঙ্ক ছড়াচ্ছে ইসরায়েলের সৃষ্ট তথাকথিত ‘হলুদ রেখা’। এই নির্দিষ্ট সীমানা এখন ফিলিস্তিনিদের জন্য মৃত্যুফাঁদে পরিণত হয়েছে— রেখার ভেতরে প্রবেশকারীদের লক্ষ্য করে গুলি ছুড়ছে দখলদার বাহিনী। আলজাজিরার সর্বশেষ প্রতিবেদন অনুযায়ী, সোমবার ও মঙ্গলবার গাজাজুড়ে বিভিন্ন হাসপাতাল মিলিয়ে অন্তত ৭০ জনের মৃতদেহ আনা হয়েছে। বর্তমানে গাজার প্রায় ৫৮ শতাংশ এলাকা ইসরায়েলি বাহিনীর নিয়ন্ত্রণে রয়েছে। অবিরাম সহিংসতা ও অবরোধের কারণে সাধারণ মানুষ ভয় ও অনিশ্চয়তার মধ্যে দিন কাটাচ্ছেন। ত্রাণ সরবরাহও পুরোপুরি স্বাভাবিক হয়নি; ফলে খাদ্যসংকট মারাত্মক আকার ধারণ করেছে। নিত্যপণ্যের দাম আকাশছোঁয়া, শিশুদের অনেককে ক্ষুধার যন্ত্রণা নিয়ে দিন পার করতে হচ্ছে। ফিলিস্তিনি সিভিল ডিফেন্সের তথ্য অনুযায়ী, মঙ্গলবার গাজার পূর্বাঞ্চলে দুটি পৃথক হামলায় চারজন নিহত হয়েছেন। তারা ছিলেন বাস্তুচ্যুত বাসিন্দা, যারা বাড়িতে ফেরার চেষ্টা করছিলেন। সংস্থাটির...