২২ অক্টোবর ২০২৫, ০৬:৪৭ এএম | আপডেট: ২২ অক্টোবর ২০২৫, ০৬:৪৭ এএম প্রথমার্ধে আক্রমণ-পালটা আক্রমণ চললেও গোলের দেখা পায়নি কোন দল।তবে বিরতির পরে পুরোপুরি ভিন্ন চেহারায় আর্সেনাল।একের পর এক আক্রমণ পরের মাঠে অ্যাটলেটিকো মাদ্রিদকে ছন্নছাড়া করে দিলেও গানার্সরা। মাত্র ১৩ মিনিটেই প্রতিপক্ষের যাদের চারবার বল পাঠায় মিকেল আর্তেতার দল।তাতেই আসে অনায়াস জয়। ঘরের মাঠে মঙ্গলবার রাতে ৪-০ গোলে জিতেছে আর্সেনাল। ইংলিশ প্রিমিয়ার লিগের দলটির অন্য দুটি গোল করেছেন গাব্রিয়েল মার্তিনেল্লি ও গাব্রিয়েল মাগালিয়াইস। গোলের মতো অন্য সব সূচকেও এগিয়ে ছিল আর্সেনাল। ৫১ শতাংশ সময় বল দখলে রেখে গোলের জন্য ১৯ শট নেয় আর্তেতার দল, এর আটটি ছিল লক্ষ্যে। অন্য দিকে আতলেতিকোর ১১ শটের কেবল একটি ছিল লক্ষ্যে। ৪৮ মিনিটে হুলিয়ান আলভারেজের দূরপাল্লায় বুলেট গতির শট ক্রসবারে বাধা না পেলে স্প্যানিশ...