২২ অক্টোবর ২০২৫, ০৬:০৮ এএম | আপডেট: ২২ অক্টোবর ২০২৫, ০৬:০৮ এএম রবার্ট লেভানডফস্কি, রাফিনিয়া, দানি ওলমোর মত বড় তারকাদের বাদ দিয়েই চ্যাম্পিয়নস লীগে মাঠে নেমেছিল বার্সালোনা।এর পরেও অবশ্য প্রতিপক্ষ অলিম্পিয়াকোস প্রতিদ্বন্দ্বীতা করার সুযোগ পেল না।ফেরমিন লোপেজের রেকর্ড গড়া এক হ্যাটট্রিকে নিয়মিত একাদশ না খেলিয়েও গোল উৎসব করেছে বার্সেলোনা। ঘরের মাঠে মঙ্গলবার চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচটি ৬-১ গোলে জিতেছে বার্সেলোনা। জোড়া গোল করেছেন মার্কাস র্যাশফোর্ড এবং তাদের আরেক গোলদাতা লামিনে ইয়ামাল।অক্টোবরের প্রথম দিনে এই প্রতিযোগিতায় ঘরের মাঠে পিএসজির বিপক্ষে ২-১ গোলে হেরেছিল বার্সেলোনা। এর তিন দিন পর লা লিগায় তারা হেরে যায় সেভিয়ার বিপক্ষে, ৪-১ ব্যবধানে। দুই হারের ধাক্কা সামলে গত শনিবার ঘরোয়া লিগে জিরোনার বিপক্ষে জিতে পথে ফেরে স্প্যানিশ চ্যাম্পিয়নরা। এবার তারা ইউরোপ সেরা মঞ্চেও জয়ের পথে ফিরল। সাত মিনিটে...