দেশের প্রথম সরকারি বিশেষায়িত মানসিক স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠান পাবনা মানসিক হাসপাতাল। ১৯৫৭ সালে পাবনার হেমায়েতপুরে প্রতিষ্ঠিত এ হাসপাতাল একসময় ‘পাগলা গারদ’ নামে কুখ্যাত ছিল। আধুনিক চিকিৎসা পদ্ধতির অগ্রগতির কারণে এখন আর রোগীদের হাত-পায়ে শিকল বেঁধে রাখা হয় না। তবে, মানসিক রোগীদের প্রতি সমাজের অবহেলা, অবজ্ঞা ও উপহাস এখনো পুরোপুরি বন্ধ হয়নি। জরাজীর্ণ ভবন, জনবল ও ওষুধের ঘাটতি এবং নানা সীমাবদ্ধতার মধ্যে নতুন উপদ্রব হিসেবে দেখা দিয়েছে দর্শনার্থীদের অবাধ প্রবেশ। ভিডিও কনটেন্ট নির্মাতারা রোগীদের গোপনীয়তা লঙ্ঘন করে সামাজিক মাধ্যমে কনটেন্ট ছড়াচ্ছেন। একাধিক উদ্যোগ নিয়ে এতদিন এসব সমস্যার সমাধান হয়নি। এবার দীর্ঘ নিরাশার পর আশার আলো দেখা দিয়েছে। পাবনা মানসিক হাসপাতাল এখন আন্তর্জাতিক মানের মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউট ও হাসপাতালে রূপান্তরিত হতে যাচ্ছে। গতকাল মঙ্গলবার জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক) এজন্য ১ হাজার...