বিএনপি আগামীতে রাষ্ট্রীয় ক্ষমতায় গেলে চাঁদাবাজ ও মাদকমুক্ত বাংলাদেশ গড়ে তুলবে বলে জানিয়েছেন দলটির ঢাকা মহানগর উত্তর শাখার যুগ্ম আহ্বায়ক এম কফিল উদ্দিন আহমেদ।মঙ্গলবার (২১ অক্টোবর) বিএনপির রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা মানুষের মাঝে পৌঁছে দিতে উত্তরা-পূর্ব থানার আয়োজনে এক উঠান বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে এ কথা জানান তিনি।কফিল উদ্দিন বলেন, আমার বিশ্বাস, আমি ঢাকা-১৮ আসনে দলের মনোনয়ন পাব এবং আপনাদের সেবা করার সুযোগ পাবো ইনশাআল্লাহ।তিনি আরও বলেন, বিএনপির রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা প্রতিটি মানুষের কাছে পৌঁছে দিতে হবে। আগামীতে বিএনপি রাষ্ট্রক্ষমতায় গেলে চাঁদাবাজি-মাদকমুক্ত, সুখী-সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তুলবে।ভিন্নমত দমন নয়, গণতন্ত্রের সৌন্দর্য রক্ষা করতে চাই : আমিনুল হকঢাকা মহানগর উত্তর বিএনপির এই যুগ্ম আহ্বায়ক বলেন, এই দেশের জন্য তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া অনেক ত্যাগ স্বীকার করেছেন। তিনি...