১২ দলীয় জোটের অন্যতম শীর্ষ নেতা ও ন্যাশনাল লেবার পার্টির চেয়ারম্যান লায়ন মো. ফারুক রহমান বলেছেন, আমরা একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন চাই। আগামী ফেব্রুয়ারির এই নির্বাচনটি যাতে যথাসময়ে অনুষ্ঠিত হতে পারে, সেজন্য আমরা অন্তর্বর্তী সরকারকে সার্বিক সহযোগিতা করছি এবং করব।গণতন্ত্র পুনরুদ্ধারে এই নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই নির্বাচনের মধ্য দিয়ে আগামীতে দেশে যে গণতান্ত্রিক-নির্বাচিত সরকার আসবে, তাদেরকেও আমরা সহযোগিতা করব। গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষাকে ধারণ করে আমরা একটি সুন্দর বাংলাদেশ বিনির্মাণ করতে চাই। সকলে মিলেমিশে এই দেশটাকে গড়তে হবে।মঙ্গলবার (২১ অক্টোবর) দুপুরে জাতীয় প্রেস ক্লাবে ’৯০-এর ছাত্র-গণঅভ্যুত্থানের অন্যতম রূপকার এবং ডেমোক্রেটিক লীগের (ডিএল) সাবেক সাধারণ সম্পাদক সাইফুদ্দিন আহমেদ মনির দ্বিতীয় মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত স্মরণসভায় বিশেষ অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সাইফুদ্দিন আহমেদ মনি স্মৃতি সংসদের উদ্যোগে এই স্মরণসভা অনুষ্ঠিত হয়।লায়ন...