উয়েফা চ্যাম্পিয়নস লিগে অলিম্পিয়াকোসের বিপক্ষে ঘটনাবহুল গোল ও নাটকীয়তায় ভরা ম্যাচে ফের্মিন লোপেসের দারুণ হ্যটিট্রিকে বড় জয়ের আনন্দ নিয়ে মাঠ ছাড়ল হান্সি ফ্লিকের দল বার্সেলোনা। মঙ্গলবার (২১ অক্টোবর) ঘরের মাঠে চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচটি ৬-১ গোলে জিতেছে বার্সেলোনা। এতে জোড়া গোল করেছেন মার্কাস র্যাশফোর্ড এবং তাদের আরেক গোলদাতা লামিনে ইয়ামাল। প্রথম দুই রাউন্ডে মাত্র এক পয়েন্ট পাওয়া অলিম্পিয়াকোস কিক অফের পরপরই আক্রমণ শাণায়। ডি-বক্সের বাইরে থেকে জোরাল শট নেন দানিয়েল কাস্তেলো, দারুণ নৈপুণ্যে ঝাঁপিয়ে সেটা রুখে দেন ভয়চেখ স্ট্যান্সনি। এরপর টানা কয়েকটি আক্রমণ করে বার্সেলোনা এবং দ্রুত গোলও পেয়ে যায় তারা। সপ্তম মিনিটে বল পায়ে ডি-বক্সে ঢুকে একজনকে ফাঁকি দিয়ে গোলরক্ষককেও কাটাতে গিয়ে পারেননি ইয়ামাল, তখন বল ধরে জায়গা বানিয়ে বাঁ পায়ের শটে দলকে এগিয়ে নেন লোপেস। তবে ২০তম আচমকা গোল...