গোল উৎসব হয়েছে চ্যাম্পিয়ন্স লিগের তৃতীয় রাউন্ডের ম্যাচগুলোতে। ইউরোপের বিভিন্ন শহরে হওয়া ৯টি ম্যাচে মোট ৪৩টি গোল হয়েছে। বিশাল ব্যবধানে বড় জয় তুলেছে বার্সেলোনা, ম্যানচেস্টার সিটি, আর্সেনাল, প্যারিস সেইন্ট জার্মেইন, ইন্টার মিলান, বরুসিয়া ডর্টমুন্ডসহ জায়ান্ট দলগুলো। চ্যাম্পিয়ন্স লিগে তিন রাউন্ড শেষে ৯ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষ দল পিএসজি। ৯ পয়েন্ট করে নিয়ে দুইয়ে ইন্টার মিলান, তিনে আর্সেনাল। ৭ পয়েন্ট করে নিয়ে চারে ডর্টমুন্ড ও পাঁচে ম্যানসিটি। বায়ার্ন ছয়ে, রিয়াল ও বার্সা আট এবং নয়ে। ফেরমিন লোপেজের হ্যাটট্রিকে চ্যাম্পিয়ন্স লিগে গোল উৎসব করেছে বার্সেলোনা। সুপার লিগ গ্রিসের দল অলিম্পিয়াকোস এফসির বিপক্ষে ৬-১ গোলের বিশাল জয় পেয়েছে স্প্যানিশ জায়ান্টরা। ৭, ৩৯ ও ৭৬ মিনিটের গোলে হ্যাটট্রিক করেছেন ফেরমিন লোপেজ। ৭৪ ও৭৯ মিনিটে দুটি গোল করেছেন মার্কাস র্যাশফোর্ড, একটি এসেছে লামিন ইয়ামালের থেকে।...