প্রথমার্ধেই দুই দলের একজন করে দেখলেন লাল কার্ড। এর পরপরই সমতা টানল বায়ার লেভারকুজেন। কিন্তু এরপর মাঠে যা হলো, তা নিশ্চয় যত দ্রুত সম্ভব ভুলে যেতে চাইবে জার্মান ক্লাবটি। তাদেরকে নিয়ে যে রীতিমত ছেলেখেলা করল পিএসজি। চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচে মঙ্গলবার রাতে নিজেদের মাঠে ভীষণ তিক্ত অভিজ্ঞতা হয়েছে লেভারকুজেসেনর। তাদেরকে ৭-২ গোলে বিধ্বস্ত করেছে বর্তমান চ্যাম্পিয়নরা। বড় ব্যবধানের জয়ে শীর্ষস্থান মজবুত হলো চ্যাম্পিয়ন্স লিগের শিরোপাধারীদের। তিন ম্যাচে শতভাগ সাফল্যে তাদের পয়েন্ট ৯। গোল পার্থক্যে পিছিয়ে পরের দুটি স্থানে যথাক্রমে ইন্টার মিলান ও আর্সেনাল। চোট কাটিয়ে ফেরা উসমান দেম্বেলেকে বেঞ্চে রেখে খেলতে নামা পিএসজি লক্ষ্যে প্রথম শটেই এগিয়ে যায়। সপ্তম মিনিটে কর্নারের পর ডান দিক থেকে নুনো মেন্দেসের ছয় গজ বক্সে বাড়ানো ক্রসে হেডে জাল খুঁজে নেন উইলিয়ান পাচো। প্রথমার্ধের শেষভাগে দুই...