চ্যাম্পিয়নস লিগের রাতে যেন আগুন ঝরল আর্সেনালের ঘরের মাঠ এমিরেটস স্টেডিয়ামে। ভিক্টর জাইকেরেস ফিরলেন গোলের দেখা পেয়ে, তাও এক নয়—দুইবার! তার জোড়া গোলের সঙ্গে দুর্দান্ত এক দলীয় পারফরম্যান্সে অ্যাথলেটিকো মাদ্রিদকে ৪-০ ব্যবধানে উড়িয়ে দিয়েছে আর্সেনাল।প্রথমার্ধে সুযোগ নষ্টের পর দ্বিতীয়ার্ধে মাত্র ১৪ মিনিটে চার গোল করে অ্যাথলেটিকোর রক্ষণভাগে তাণ্ডব চালায় মিকেল আর্তেতার দল। শুরুটা করেছিলেন গ্যাব্রিয়েল মাগালহায়েস—৬০ মিনিটে হেডে গোল করে। এরপর গ্যাব্রিয়েল মার্টিনেলির নিখুঁত ফিনিশিং, আর তিন মিনিটের ব্যবধানে জাইকেরেসের দুটি গোল—সব মিলিয়ে এক নিখুঁত ইংলিশ মাস্টারক্লাস।মাত্র তিন ম্যাচেই চ্যাম্পিয়নস লিগে তৃতীয় ক্লিনশিট ধরে ফেলল আর্সেনাল। মৌসুমে এখন পর্যন্ত ১২ ম্যাচে তাদের বিপক্ষে গোল এসেছে মাত্র তিনটি। ইউরোপে পিএসজি ও ইন্টার মিলানের মতোই এখন আর্তেতার দলও পূর্ণ ৯ পয়েন্টে শীর্ষে।প্রথমার্ধেই দু’দলই পোস্টে বল লাগায়। এবেরেচি এজের শট ফিরে আসে ক্রসবারে,...