ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে খেলা শেষে বাংলাদেশের ভক্ত ও সমর্থকদের একটাই প্রশ্ন, `যে রিশাদ এ ম্যাচে ১৪ বলে ৩ ছক্কায় ৩৯ রানের হার না মানা ইনিংস উপহার দিলেন, তাকে কেন সুপার ওভারে ব্যাটিংয়ে নামানো হলো না?‘ দুই ম্যাচে ব্যাট চালনায় তারচেয়ে অনেক নিষ্প্রভ ও স্লথ ব্যাট করা সৌম্য সরকার এবং নাজমুল হোসেন শান্তকে কেন ব্যাটিংয়ে নামানো হলো? এই আক্ষেপেই পুড়ছেন ভক্তরা। মঙ্গলবার রাতে খেলা শেষে প্রেস কনফারেন্সেও উঠলো সে প্রশ্ন, কেন রিশাদকে ব্যাটিংয়ে নামানো হলো না? এ প্রশ্নের উত্তর দিতে গিয়ে সৌম্য সরকার বলেন, `সেটা কোচ ও ক্যাপ্টেনই ভাল বলতে পারবেন। তারাই প্ল্যান করেছেন। তবে সম্ভবত আকিল বাঁ-হাতি স্পিনার দেখেই আমাকে ও শান্তকে ট্রাই করানো হয়েছে‘- দাবি শান্তর। বলার অপেক্ষা রাখে না, ওয়ানডেতে বাংলাদেশের আগে কখনো কোন ম্যাচ টাই হয়নি। তাই...