বিরতির পর যেন অন্য চেহারায় দেখা দিল আর্সেনাল। তাদের ১৩ মিনিটের ঝড়ে এলোমেলো হয়ে গেল আতলেতিকো মাদ্রিদ। ভিক্তর ইয়োকেরেসের জোড়া গোলে চ্যাম্পিয়ন্স লিগে টানা তৃতীয় জয় পেল মিকেল আর্তেতার দল। ঘরের মাঠে মঙ্গলবার রাতে ৪-০ গোলে জিতেছে আর্সেনাল। ইংলিশ প্রিমিয়ার লিগের দলটির অন্য দুটি গোল করেছেন গাব্রিয়েল মার্তিনেল্লি ও গাব্রিয়েল মাগালিয়াইস। গোলের মতো অন্য সব সূচকেও এগিয়ে ছিল আর্সেনাল। ৫১ শতাংশ সময় বল দখলে রেখে গোলের জন্য ১৯ শট নেয় আর্তেতার দল, এর আটটি ছিল লক্ষ্যে। অন্য দিকে আতলেতিকোর ১১ শটের কেবল একটি ছিল লক্ষ্যে। পঞ্চম মিনিটে প্রথম বড় সুযোগ পায় আর্সেনাল। এবেরেচি এজের শট একজনের গায়ে লেগে ফেরে ক্রসবারে ছুঁয়ে। ফিরতি বলে ডেক্লান রাইসের শট বেরিয়ে যায় ক্রসবারের ওপর দিয়ে। ২৫তম মিনিটে ডি বক্সের বাইরে গিয়ে বল ক্লিয়ার করার...