সত্যিই যেন ক্যারিয়ারের সেরা সময় কাটাচ্ছেন আর্লিং হলান্ড। রেকর্ড ভাঙা-গড়ার খেলায় মেতেছেন তিনি, সেই ধারায় এবার আরেক রেকর্ডে ক্রিস্তিয়ানো রোনালদোর পাশে বসেছেন ম্যানচেস্টার সিটি তারকা। চ্যাম্পিয়ন্স লিগে মঙ্গলবার ভিয়ারিয়ালের বিপক্ষে ম্যাচের সপ্তদশ মিনিটে রিকো লুইসের পাস ছয় গজ বক্সের বাইরে পেয়ে প্রথম ছোঁয়ার শটে গোলরক্ষককে পরাস্ত করেন তিনি। দলকে এগিয়ে নেওয়ার পাশাপাশি ক্লাব ও জাতীয় দল মিলিয়ে টানা ১২ ম্যাচে গোল করার রেকর্ড স্পর্শ করেন হলান্ড। এই ১২ ম্যাচে মোট ২৪টি গোল করেছেন নরওয়ের তারকা ফরোয়ার্ড। এর মধ্যে সিটির জার্সিতে টানা ৯ ম্যাচে জালের দেখা পেয়েছেন তিনি, মোট গোল করেছেন ১৫টি। আর দেশের হয়ে তিন ম্যাচে করেছেন ৯ গোল, দুটি হ্যাটট্রিকসহ। ক্লাব ফুটবলে শীর্ষ লিগে এর আগে কেবল একবারই এবারের চেয়ে বেশি ম্যাচে গোল করার রেকর্ড আছে হলান্ডের;...