রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন:"যখন আল্লাহ তাআলা কোনো বান্দাকে ভালোবাসেন, তখন জিব্রাইল (আ.)-কে ডেকে বলেন, 'আমি অমুক ব্যক্তিকে ভালোবাসি, তুমিও তাকে ভালোবাসো।' অতঃপর জিব্রাইল (আ.) তাকে ভালোবাসতে থাকেন এবং আকাশে ঘোষণা করে দেন: 'আল্লাহ তাআলা অমুক ব্যক্তিকে ভালোবাসেন, তোমরাও তাকে ভালোবাসো।' তখন আকাশের অধিবাসীরাও তাকে ভালোবাসতে শুরু করেন। অতঃপর সেই বান্দার জন্য জমিনেও স্বীকৃতি স্থাপন করা হয়।" আল্লাহ যাকে ভালোবাসেন, তার মধ্যে পথ-পদবী, অর্থ-সম্পদ, প্রভাব-প্রতিপত্তি—এসব দুনিয়াবী কোনো কিছুতে চরম আকর্ষণ থাকবে না। আল্লাহ তাআলা কিছু বান্দাকে ভালোবেসে এসব থেকে দূরে সরিয়ে রাখেন। চাইলেও তাকে এসব কিছু দেওয়া হয় না। মূলত, আল্লাহ তাআলা সেই বান্দাকে পরিকল্পিতভাবে দুনিয়াবী ফায়দা থেকে সরিয়ে রাখেন, যাতে দুনিয়ার মোহ তাঁকে পরকালের পথ থেকে বিচ্যুত করতে না পারে। বিপদ-মুসিবতে সন্তুষ্ট চিত্তে থাকেন এমন বান্দাকে আল্লাহ তাআলা ভালোবাসেন।...