ক্লাসিকোর ঠিক পাঁচ দিন আগে যেন ‘সঠিক সুরটা’ খুঁজে পেল বার্সেলোনা। মঙ্গলবার রাতে উয়েফা চ্যাম্পিয়নস লিগে অলিম্পিয়াকোসের বিপক্ষে ৬–১ গোলের দাপুটে জয়ে একদিকে আত্মবিশ্বাস ফিরে পেল হানসি ফ্লিকের দল, অন্যদিকে নিজের নামটা নতুন করে আলোচনায় তুললেন ফেরমিন লোপেজ। হুয়েলভার এই তরুণ মিডফিল্ডার করলেন অসাধারণ হ্যাটট্রিক—আর তার সঙ্গেই ক্লাসিকোর পথে বার্সা যেন বার্তা ছুঁড়ে দিল প্রতিপক্ষ রিয়াল মাদ্রিদকে।লুইস কম্পানিস স্টেডিয়ামে ম্যাচের শুরুটা যদিও বার্সার জন্য সহজ ছিল না। প্রথম মিনিটেই রক্ষণভাগের ঢিলেমিতে বিপদে পড়ে গিয়েছিল দল, কিন্তু গোলরক্ষক শেজনির চমৎকার সেভে রক্ষা পায় তারা। এরপরই শুরু হয় ফেরমিন-ঝড়। লামিন ইয়ামালের এক ব্যর্থ আক্রমণ থেকে ফিরতি বলে গোল করে দলকে এগিয়ে দেন এই মিডফিল্ডার। সেখান থেকেই বদলে যায় ম্যাচের ধারা।মাঝমাঠে তার দৌড়ঝাঁপ, ট্যাকল, আর দ্রুত পাসে বার্সা ফিরে পায় হারানো তাল। বল...