বাংলাদেশে অনেক নারী পারিবারিক পরিমণ্ডলে পরিবারের সদস্য নিকট আত্মীয়-স্বজনের দ্বারা নির্যাতনের শিকার হন এটি নতুন কোন ঘটনা নয়। অনেকেই ব্যক্তিগত ব্যাপার এবং পারিবারিক বিষয় কোনোভাবে বাইরে কাউকে বলা যাবে না ধরে নিয়ে চুপচাপ সহ্য করে যান। খুব কম সংখ্যক নারী নিরুপায় হয়ে আইনের আশ্রয় নিয়ে থাকেন। নারী ও শিশুদের বিরুদ্ধে পারিবারিক সহিংসতার ঘটনার আইনি প্রতিকারের জন্য পারিবারিক সহিংসতা (প্রতিরোধ ও সুরক্ষা) আইন, ২০১০ পাশ হয়। এই আইনের ৩ ধারায় পারিবারিক সহিংসতা বলতে পারিবারিক সম্পর্ক রয়েছে, এমন কোনো ব্যক্তি দ্বারা পরিবারের অপর নারী বা শিশু সদস্যের ওপর শারীরিক, মানসিক, যৌন নির্যাতন এবং আর্থিক ক্ষতিকে বোঝায়। এ আইনে শুধু স্বামী কর্তৃক স্ত্রীকে নির্যাতন সংক্রান্ত নয়, বরং পারিবারে যে কোনো সদস্যর বিরুদ্ধে নির্যাতনের ঘটনার আইনি ব্যবস্থা নেওয়ার সুযোগ আছে। তবে পারিবারিক সহিংসতার ক্ষেত্রে...