ব্রণ হয়ে যাওয়া স্বাভাবিক, তবে পরে সে দাগ থেকে যন্ত্রণায় পড়তে হয় অনেককে। রাসায়নিক ক্রিম বা ফেয়ারনেস পণ্য অনেক সময় ত্বককে ক্ষতি করতে পারে। এ কারণে প্রাকৃতিক উপকরণ ব্যবহার করে ব্রণের দাগ দূর করার কৌশলগুলো এখন বেশি প্রাধান্য পাচ্ছে। এগুলো নিরাপদ, সহজ এবং ফলপ্রসূ। চলুন দেখি, কোন প্রাকৃতিক উপায়ে ব্রণের দাগ কমানো যায়— ১. আলু দিয়ে দাগ কমানোআলুর রস ত্বকের জন্য প্রাকৃতিক ব্লিচিং এজেন্টের কাজ করে। কেটে নেওয়া আলুর টুকরো সরাসরি দাগে লাগান, ১০–১৫ মিনিট রেখে ঠাণ্ডা পানিতে ধুয়ে ফেলুন। নিয়মিত ব্যবহার করলে দাগ হালকা হয়। ২. মধু ও লেবুর মিশ্রণএক চা–চামচ মধুর সঙ্গে কয়েক ফোঁটা লেবুর রস মিশিয়ে দাগে লাগান। মধু ত্বককে ময়েশ্চারাইজ করে, লেবুর অ্যান্টিঅক্সিডেন্ট ত্বকের রঙ উজ্জ্বল করে। সপ্তাহে ২–৩ বার ব্যবহার করা ভালো। ৩. হলুদের পেস্টহলুদে...