শিশুদের রোগপ্রতিরোধ ক্ষমতা এখনো পুরোপুরি গড়ে ওঠেনি। তারা সহজেই নানা সংক্রমণে আক্রান্ত হয়। তার মধ্যে টাইফয়েড এমন এক রোগ, যা একবার হলে শিশুর শরীরকে দুর্বল করে ফেলে, আবার অনেক সময় প্রাণঘাতীও হতে পারে। তাই টাইফয়েড টিকা নেওয়া শিশুর জন্য শুধু প্রয়োজন নয়— এটা একেবারে অপরিহার্য। টাইফয়েডের জীবাণু স্যালমোনেলা টাইফি সাধারণত দূষিত খাবার বা পানির মাধ্যমে শরীরে প্রবেশ করে। গ্রীষ্ম কিংবা বর্ষায় এই রোগের প্রকোপ বেশি দেখা যায়। জ্বর, মাথাব্যথা, পেটব্যথা, দুর্বলতা, ক্ষুধামন্দা— এসবই টাইফয়েডের সাধারণ লক্ষণ। চিকিৎসা না হলে রোগ জটিল আকার নিতে পারে, এমনকি অন্ত্র ফেটে রক্তক্ষরণও হতে পারে। চলুন জেনে নেওয়া যাক কেন টাইফয়েড টিকা নেওয়া এত জরুরি— ১. সংক্রমণ থেকে নিশ্চিত সুরক্ষা দেয়টাইফয়েড এক ধরনের ব্যাকটেরিয়াজনিত রোগ, যা দ্রুত ছড়ায়। টিকা নেওয়া শিশুর শরীরে প্রতিরোধী অ্যান্টিবডি তৈরি...