ঘরের ভেতরেই রাখা যায় এমন কিছু গাছ রয়েছে, যা শুধু ঘরের শোভাই বাড়ায় না, বরং বাতাসও পরিশোধন করে। চলুন, জেনে নিই এমন তিনটি ইনডোর প্ল্যান্টের কথা। স্পাইডার প্ল্যান্টমাকড়সার পায়ের মতো দেখতে পাতাওয়ালা এই গাছটি ঘরের শোভা বাড়াতে যেমন সুন্দর, তেমনি কার্যকরও। এটি ঘরের বাতাস থেকে ক্ষতিকর উপাদান শোষণ করে বিশুদ্ধ বাতাস তৈরি করতে সাহায্য করে। পাশাপাশি ঘরের তাপমাত্রা নিয়ন্ত্রণেও ভূমিকা রাখে। ইংলিশ আইভিইংলিশ আইভি মূলত ঠাণ্ডা আবহাওয়ার জন্য উপযুক্ত হলেও ঘরের ভেতর এটি সহজেই বড় করা যায়। তবে সরাসরি রোদে না রেখে একটু ঠাণ্ডা জায়গায় রাখলে ভালো হয়। এটি বাতাস পরিশুদ্ধ করার পাশাপাশি অন্দরসজ্জারও একটি আকর্ষণীয় উপাদান হতে পারে। পিস লিলিগাঢ় সবুজ পাতার মাঝে সাদা ফুল, পিস লিলির সৌন্দর্য এক কথায় অনন্য। শুধু সাদা নয়, গোলাপি বা হলুদ ফুলও ফোটে...