ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দ্বিতীয় ওয়ানডে টাই হওয়ার পর গড়ায় সুপার ওভারে। আগে ব্যাটিং করে ক্যারিবীয়রা ১০ রান করে। বাংলাদেশকে রান তাড়ায় পাঠিয়ে আকিল হোসেন প্রথম ডেলিভারিতে ওয়াইডের পর দ্বিতীয়টিতে ‘নো’ করে বসেন। বলটিতে ডিপ মিড উইকেটে স্লগ করে ২ রান দিলেন সৌম্য সরকার। ফ্রি হিটে ১ রানের বেশি নিতে পারেননি তিনি। এরপর ডিপ স্কয়ার লেগে ক্যাচ দিয়ে আউট হয়ে যান সৌম্য, ৩ বলে ৩ রান করেন। সুপার ওভারে বাংলাদেশ হারে ১ রানে। সুপার ওভারে ক্যারিবীয়দের কাছে হারের দায়টা নিজের কাঁধেই নিলেন সৌম্য। বলেছেন, ‘হয়তো এখানে আমার কোনো ঘাটতি ছিল।’ ক্যারিবীয়দের বিপক্ষে সুপার ওভারে হারের পর সংবাদ সম্মেলনে আসেন সৌম্য সরকার। সেখানে জানান, ফ্রি হিটগুলো কাজে লাগানো প্রয়োজন ছিল তার। বলেছেন, ‘আজকে তিনটা ফ্রি হিট আমি কাজে লাগাতে পারিনি। এর আগেও...