মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে মঙ্গলবার দ্বিতীয় ওয়ানডেতে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সুপার ওভারে গিয়ে ম্যাচ হেরেছে বাংলাদেশ। কিন্তু অলরাউন্ডার রিশাদ হোসেনকে সুপার ওভারে ব্যাট করতে না দেখে অবাক হয়েছেন ওয়েস্ট ইন্ডিজের বাঁহাতি স্পিনার আকিল হোসেন। যেহেতু শুরুর দিকে তার ঝড়ো ব্যাটিংয়েই স্কোর দুইশ অতিক্রম করেছে। চলতি তিন ম্যাচের সিরিজে বাংলাদেশের সবচেয়ে ধারাবাহিক পারফর্মার রিশাদ। ব্যাট ও বল দুই বিভাগেই নজরকাড়া পারফরম্যান্সে ম্যাচের মোড় ঘুরিয়ে দিয়েছেন তিনি। সিরিজের প্রথম ম্যাচে নিজের ক্যারিয়ারসেরা ৬ উইকেট নিয়ে ক্যারিবীয় ব্যাটিং লাইনআপ গুঁড়িয়ে দিয়েছেন। তার আগে ১৩ বলে ২৬ রানের ইনিংস খেলে দলের সংগ্রহ ২০৭ রানে নিতে ভূমিকা রাখেন তিনি। দ্বিতীয় ওয়ানডেতেও দুর্দান্ত ছন্দে ছিলেন ২১ বছর বয়সী এই ক্রিকেটার। মাত্র ১৪ বলে তিনটি চার ও তিনটি ছক্কায় অপরাজিত ৩৯ রানে দলকে নিয়ে যান ২১৩ রানে।...