সম্প্রতি এক গবেষণায় দেখা গেছে, স্ট্রোক রোগীদের ধমনিতে প্লাকের মধ্যে মাইক্রো ও ন্যানোপ্লাস্টিক জমা থাকে। যারা বেশি প্লাস্টিকের কণার সংস্পর্শে রয়েছেন, তাদের স্ট্রোক, হার্ট অ্যাটাক এবং মৃত্যুর ঝুঁকি তুলনামূলকভাবে বেশি। একটি গবেষণায় ২৫৭ জন রোগীর ক্যারোটিড এন্ডারটেরেকটমি করা হয়। ফলাফল অনুযায়ী, প্রায় ৬০% রোগীর ধমনিতে মাইক্রোপ্লাস্টিক (মোটামুটি পলিথিন) পাওয়া যায়, আর ১২% রোগীর ধমনিতে পলিভিনাইল ক্লোরাইড (PVC) লক্ষ্য করা হয়েছে। প্রায় তিন বছরের ফলো-আপে দেখা গেছে, প্লাস্টিক কণাযুক্ত রোগীরা ৪.৫ গুণ বেশি বড় কার্ডিওভাসকুলার সমস্যার মুখোমুখি হয়েছেন, যাদের ধমনিতে প্লাস্টিক নেই তাদের তুলনায়। অন্য একটি গবেষণায় স্ট্রোক সারভাইভারদের ধমনিতে প্লাক পরীক্ষা করা হয়। এতে দেখা গেছে, লক্ষণযুক্ত প্লাকের মধ্যে স্বাস্থ্যকর ধমনির তুলনায় ৫১ গুণ বেশি মাইক্রোন্যানোপ্লাস্টিক ছিল। এমনকি লক্ষণহীন প্লাকেও ১৬ গুণ বেশি প্লাস্টিক কণা পাওয়া গেছে। গবেষকরা লক্ষ্য করেছেন,...