গত জুলাইয়ে ইয়াঙ্গুনে এএফসি নারী এশিয়ান কাপের বাছাইয়ে ইতিহাস গড়ে প্রথম বারের মতো এশিয়ান ফুটবলে শ্রেষ্ঠত্বের মঞ্চে জায়গা করে নেয় বাংলাদেশ। সি-গ্রুপে বাহরাইনকে ৭-০ গোলে উড়িয়ে দেওয়ার পর স্বাগতিক মিয়ানমারের বিপক্ষে ২-১ গোলের জয় পায় আফঈদা-ঋতুপর্ণারা। শেষ ম্যাচে তুর্কমেনিস্তানকে হারায় ৭-০ গোলে। আগামী বছর মার্চ-এপ্রিলে অস্ট্রেলিয়ায় অনুষ্ঠিত হবে নারী এশিয়া কাপের ২১তম আসর। যেখানে বি-গ্রুপে রেকর্ড ৯ বারের চ্যাম্পিয়ন চীন, তিনবারের চ্যাম্পিয়ন উত্তর কোরিয়া এবং মধ্যপ্রাচ্যের শক্তিশালী দল উজবেকিস্তানের মুখোমুখি হবে বাংলাদেশের মেয়েরা। স্বপ্নের ঘোরে থাকা নারী দলের জন্য তাই কঠিন চ্যালেঞ্জই অপেক্ষা করছে। আর সেই চ্যালেঞ্জ মোকাবিলায় প্রস্তুতি পর্ব শুরু করে দিয়েছে ফেডারেশন (বাফুফে)। চট্টগ্রামে দীর্ঘ ক্যাম্প শেষে শক্তিশালী থাইল্যান্ডের সঙ্গে দুটি প্রস্তুতি ম্যাচ খেলতে মঙ্গলবার সকালে ঢাকা ছেড়ে সন্ধ্যায় ব্যাঙ্ককে পৌছেছে পিটার বাটলার ও তার শিষ্যরা। ব্যাঙ্ককে ম্যাচ...