বিপর্যয়ের মুখে ২৪ বলে ৫০ রানের অবিচ্ছিন্ন জুটি গড়ে বাংলাদেশকে লড়াইয়ের পুঁজি এনে দেন অধিনায়ক মেহেদি হাসান মিরাজ ও অলরাউন্ডার রিশাদ হোসেন ব্যাটে-বলে সমানে দ্যুতি ছড়িয়ে যাচ্ছেন রিশাদ হোসেন। উইন্ডিজে বিপক্ষে প্রথম ওয়ানডেতে দলীয় স্কোর দু’শ’ হওয়া নিয়ে ছিল সংশয়। আট নম্বরে নেমে নেমে ১৩ বলে ১ চার ও ২ ছক্কায় খেললেন ২৬ রানের ইনিংস। এরপর ইতিহাস গড়া বোলিংয়ে ৬ উইকেট নিয়ে দারুণ জয়ে হলেন ম্যাচসেরা। মিরপুরের ‘ভয়ংকর’ পিচে জাত ব্যাটাররা যেখানে খাবি খাচ্ছেন, সেখানে চার-ছক্কার ফুলঝুড়িতে অবলীলায় বল সীমানা ছাড়া করছেন ২৩ বছর বয়সী এ লেগ স্পিনিং-অলাউন্ডার। মঙ্গলবার দ্বিতীয় ম্যাচেও একই চিত্র। ৪৬তম ওভারে ছিল ১৬৩ রান, ৫০ ওভার শেষে ওই ৭ উইকেটেই সেটা ২১৩। এবার নয় নম্বরে নেমে ১৪ বলে সমান ৩ চার ও ৩ ছক্কায় রিশাদ অপরাজিত...