২২ অক্টোবর ২০২৫, ১২:০১ এএম | আপডেট: ২২ অক্টোবর ২০২৫, ১২:০১ এএম ম্যাক্স গ্রুপ ৩৪তম জাতীয় সাঁতার, ডাইভিং ও ওয়াটার পোলো প্রতিযোগিতায় আলো ছড়াচ্ছেন বাংলাদেশ নৌবাহিনীর সাঁতারু সামিউল ইসলাম রাফি। মিরপুরস্থ জাতীয় সুইমিং কমপ্লেক্সের পুলে নেমে একের পর এক নতুন জাতীয় রেকর্ড গড়েছেন তিনি। গতকাল প্রতিযোগিতার দ্বিতীয় দিনেও চারটি নতুন জাতীয় রেকর্ড গড়েন রাফি। এর আগে গত পরশু প্রথম দিনে একটি ব্যক্তিগত ও একটি দলীয় ইভেন্টে জাতীয় রেকর্ড গড়েছিলেন দেশসেরা এই তরুণ সাঁতারু। কাল পুলে নেমে রাফি প্রথম রেকর্ডটি গড়েন ২০০ মিটার ব্যক্তিগত মিডলেতে। তিনি গত বছর নিজের করা রেকর্ড ভেঙে এবার সময় নেন ২ মিনিট ৮.৯২ সেকেন্ড, যা তার আগের ২ মিনিট ৯.৯৯ সেকেন্ডের চেয়েও কম। এরপর ৫০ মিটার বাটারফ্লাই ইভেন্টে ২৫.১৫ সেকেন্ড সময় নিয়ে নতুন রেকর্ড গড়েন রাফি।...