২২ অক্টোবর ২০২৫, ১২:০০ এএম | আপডেট: ২২ অক্টোবর ২০২৫, ১২:০০ এএম আমজনতার দলের সদস্য সচিব তারেক রহমান দৈনিক ইনকিলাবে একান্ত সাক্ষাৎকারে বলেন-জামায়াত একটি রাজনৈতিক দল হয়েও ইসলামের নাম ব্যবহার করে বিভ্রান্তি ছড়াচ্ছে। তাঁর আহ্বান, জামায়াত ইসলামি দলের নাম থেকে ‘ইসলাম’ বাদ দিয়ে রাজনীতি করুক। তা না হলে, ধর্মীয় আবেগকে ঢাল বানিয়ে এদের রাজনীতি গণতন্ত্র ও সংস্কারের পথে বড় বাধা হয়ে দাঁড়াবে। একান্ত সাক্ষাৎকার তুলে ধরা হলো- ইনকিলাব : জামায়াতের নাম নিয়েও আপনি আপত্তি তুলেছেন।তারেক : হ্যাঁ, ‘জামায়াতে ইসলাম’ নামটাই বিভ্রান্তিকর। ইসলামের দল তো অনেক আছে। তাহলে ‘আসল জামায়াত’ কারা? এই নামে তারা ইসলামকে ব্যবহার করছে। রাজনীতি করতে হলে ধর্মের নাম বাদ দিয়ে করুক। ধর্মের নাম ভাঙিয়ে গালিগালাজ, নারীবিদ্বেষ, হিংসা ছড়ানো কোনো ইসলামি মূল্যবোধের সঙ্গে যায় না।ইনকিলাব : আপনার অভিযোগ-...