২২ অক্টোবর ২০২৫, ১২:০১ এএম | আপডেট: ২২ অক্টোবর ২০২৫, ১২:০১ এএম সব ঠিকঠাক থাকলে সাধারণত বছরের এই সময়টায় ঢাকার তৃতীয় বিভাগ ক্রিকেট লিগ ক্রিকেট শুরু হয়ে যায়। কিন্তু এবার অক্টোবরের তৃতীয় সপ্তাহেও লিগ শুরুর কোনো ঘোষণাই নেই। কারণ এবার যে সবকিছু ঠিকঠাক নেই! বিসিবি নির্বাচনের পরিস্থিতি ঘিরে ঢাকার লিগ ক্রিকেট এখন চরম অনিশ্চয়তার মোড়ে। উৎকণ্ঠায় ক্রিকেটাররা। তাদের হয়ে সমাধান খোঁজার চেষ্টা করবেন এবার ক্রিকেটার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়শন অব বাংলাদেশ (কোয়াব) সভাপতি মোহাম্মদ মিঠুন। এমনিতে ক্রিকেট সূচি চলছে স্বাভাবিক নিয়মে। সেপ্টেম্বরে শেষ সপ্তাহে শুরু হয়ে বৃহস্পতিবার বিকেএসপিতে শেষ হয়েছে অনূর্ধ্ব-১৯ নারী দলের প্রস্তুতি ক্যাম্প। ২৫ অক্টোবর থেকে শুরু হবে ছেলেদের জাতীয় ক্রিকেট লিগ। নভেম্বরে মাঠে গড়াবে নারী জাতীয় লিগ। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে বাংলাদেশের ওয়ানডে সিরিজও শুরু হয়ে গেছে গতকাল। শুধু একটা...